বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে : সালাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের মাধ্যমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অভিনেতা পংকজ বৈদ্য সুজন। বসাজো’র সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। আরও বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিনিয়র সহ-সভাপতি হাজী সাহাবউদ্দিন, যুবলীগ নেতা সুমন দেবনাথ, সাংবাদিক আলী আহমেদ শাহিন, অভিনয়শিল্পী এস এ রহিম, প্রণবরাজ বড়–য়া, মহিউদ্দিন আহমদ, অধ্যাপক শিব প্রসাদ, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা দুলাল, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, মাওলানা জয়নাল আবেদীন চিশতী, অভিনয়শিল্পী দীলিপ হোড়, নাদিরা সুলতানা হেলেন, শিল্পী নারায়ন দাশ, অচিন্ত্য দাশ, শিউলী আকতার, নুপুর আক্তার, পারভীন চৌধুরী, ওসমান জাহাঙ্গীর, এ কে এম মুজিবুর রহমান, রিমন মুহুরী, মো. তিতাস, হানিফুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, করোনাকালীন সময়ে দারিদ্র সীমার বসবাসকারী নাগরিকদের খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন দেশরতœ শেখ হাসিনা। তিনি সবসময় দুঃখী ও মেহনতী মানুষের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন। বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে প্রত্যেক নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করতে হবে। মাস্ক পড়তে হবে। গরীব ও দুস্থ মানুষকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি