বহুদিন পর গানে প্রমিথিউসের বিপ্লব

সুপ্রভাত ডেস্ক :

প্রমিথিউসের বিপ্লব এখন ভক্তদের কাছে যেন নস্টালজিয়া! গানে তাকে পাওয়া যায় না। বেছে নিয়েছেন প্রবাস জীবন। শূন্য দশকের জনপ্রিয় এ ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব এখন সপরিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে থাকেন। তবে গানকে ভুলে যাননি।

তাই অনেকটা চমক আকারেই প্রকাশিত হলো এই তারকার নতুন গান ‘পাখি’। নিজের ইউটিউব চ্যানেল বিপ্লব প্রোতে অবমুক্ত হয়েছে এটি।গানের কয়েকটি বাক্য এমন- চাইলে আমি পাখি হয়ে যাই/ চাইলে আবার দূরে সরে যাই/ ইচ্ছে হলেই স্বপ্ন হবো/ তোমার চোখের তারায় আলো ছড়াবো। লিখেছেন রাজু চৌধুরী ও বিপ্লব। সুর ও সংগীত করেছেন বিপ্লব নিজেই। বিপ্লব বলেন, ‘গানটি ভিডিও আকারে রিলিজ করার পরিকল্পনা ছিল। কিন্তু ভিডিও করতে অনেক দেরি হচ্ছে। মানুষ বারবার গানটি প্রসঙ্গে জানতে চাইছেন। তাই অডিও ও ছবি দিয়ে এটি অবমুক্ত হলো।’

সপরিবারে প্রবাসী বিপ্লবের বড় ছেলে আদিব কুইন্সের একটি স্কুলে টেন গ্রেডে আর মেয়ে তটিনী নাইন গ্রেডে পড়ে। ছোট ছেলে অ্যারন পড়ে কিন্ডারগার্টেনে। বিপ্লব নিজে ব্যস্ত জীবিকা নিয়ে। এর মধ্যেই গানের পাশে আছেন এই তারকা। তিনি বলেন, ‘‘প্রবাসে থেকেও শ্রোতাদের কথা ভুলে থাকতে পারি না। যখনই সময় পাই নতুন গানের আয়োজন করার চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই ‘পাখি’ গানটি। এটি রক ধাঁচের গান হলেও এতে মেলোডির ছোঁয়া আছে, যা অনেকের ভালো লাগবে বলেই আশা করি।’’