বড় উঠানে খননকাজ পরিদর্শনে সাংস্কৃতিক সচিব

সংবাদদাতা, আনোয়ারা »

চট্টগ্রামের দেয়াঙ পাহাড়ের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের বিশ্বমুড়া এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানকাজ পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সচিবালয়ের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।

গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে খননস্থল পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে খনন পরিদর্শনে আগত চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত হোন তিনি।

সভায় তিনি বলেন, খনন কাজে যে নিদর্শন পাওয়া গেছে তাতে জানা যায়, হাজার বছর আগে এখানে কোন বসতি ছিলো। খননকাজ শেষ হতে হতে হয়তো আরও নিদর্শন পাওয়া যেতে পারে। যদি আমরা সফল হই তাহলে সরকার এখানে জাদুঘর করে দিতে পারে। এসব দেখতে দেশ পেরিয়ে বিদেশিরাও আসবে এখানে। কয়েকশ মানুষের কর্মসংস্থান হবে।

এ সময় স্থানীয়দের উদ্দেশ্য তিনি বলেন, কোন অপপ্রচারে কান দিবেন না। জাদুঘর স্থাপনে কোন লোক ক্ষতিগ্রস্ত হলে তাকে তিনগুণ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও স্থানীয়দের আশ্বস্থ করেন তিনি।

এ সময় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রাজীব কুমার সরকার, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. রতন কুমার, ড. ফারজানা রহমান, চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের উপ পরিচালক ড. মো. আতাউর রহমান, প্রতœতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এ.কে.এম সাইফুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুশ দত্ত। পরে সচিব বড়উঠান জমিদার বাড়ি পরিদর্শন করেন।