ফেইমের রজত জয়ন্তীতে চারদিনের সান্ধ্য আয়োজন

সুপ্রভাত ডেস্ক »

গান-ধ্রুবদী নৃত্য ও নাটকের আয়োজনে প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক।

এ উপলক্ষ্যে বন্দরনগরীর থিয়েটার ইনস্টিটিউটে আজ ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনের সাংস্কৃতিক উৎসব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেইম জানায়, বুধবার সন্ধ্যা ৬টায় বর্ণিল উদ্বোধনী আয়োজনের মাধ্যমে উৎসবের পর্দা উঠবে।

বুধ থেকে শনিবার প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মুক্ত প্রাঙ্গণে গান, নাটক, কথামালাসহ নানা আয়োজনের পসরা নিয়ে আসছেন ফেইম সদস্যরা। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক।

প্রথম দিন ফেইমের প্রযোজনায় মঞ্চয়ান হবে ‘প্রতীক্ষা অন্তহীন’ নাটকটির। পরদিন বৃহস্পতিবার মঞ্চস্থ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’।

শুক্রবার থাকবে ফেইম নৃত্যকলা বিভাগ এবং কত্থক নৃত্যশিল্পী ও শিক্ষক তিলোত্তমা সেনগুপ্তার পরিবেশনা ‘যুগলবন্দী’। শেষ দিন শনিবার প্রদর্শিত হবে ফেইমের প্রযোজনায় সফোক্লেস এর বিখ্যাত ট্র্যাজেডি ‘ইডিপাস’।

এ আয়োজনে সবাইকে শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ফেইম পরিচালক অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তা।