প্রযুক্তি দিয়ে দূষণ নিয়ন্ত্রণের তাগিদ

নারায়নগঞ্জের বন্দর উপজেলায় শনিবার শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এক বিজ্ঞান বক্তৃতা, বিজ্ঞান সভা ও কুইজ প্রতিযোগিতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, শীতলক্ষ্যা পাড়ের অসংখ্য কারখানায় ভয়ংকর দূষণ ঘটছে, শুকনো মৌসুমে নদীর পানির অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে হ্রাস পায়। এসব কারখানার অধিকাংশই ETP চালায় না।

এ পরিবেশ অপরাধ দমনে আধুনিক প্রদুক্তির ব্যবহার অপরিহার্য। দূষণ উৎঘাটনে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। প্রান্তিক পর্যায়ে বহু নবীন বিজ্ঞানী রয়েছে , যাদের অনুপ্রেরণা যোগালে প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটে যাবে।

এক্ষেত্রে বিজ্ঞান শিক্ষকদের বিজ্ঞান শিক্ষায় এবং প্রযুক্তির উৎকর্ষতায় নিবেদিত প্রাণ হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার শুকলা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং মিডিয়া কর্মী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিজয়ী ৬ শিক্ষার্থীকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসনের জন্য কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি