প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন : হানিফ

সংবাদদাতা, আনোয়ারা »

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে। সারাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। আস্তে আস্তে সবাই এখন নির্বাচনের দিকে চলে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেক কর্মসূচি হবে নির্বাচন নিয়ে।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধন উপলক্ষে জনসভায় আগামী নির্বাচন সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে আনোয়ারার কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন এটি স্মরণকালের ঐতিহাসিক জনসভা হবে। কারণ টানেল একটি ঐতিহাসিক উন্নয়ন।

তিনি আরও বলেন, দেশে উন্নয়নে ধারা অব্যাহত রাখার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার ছাড়া আর কোনো বিকল্প নেই।
এ সময় জনসভার প্রস্তুতি সম্পর্কে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী জানান, আমাদেও কর্মী সমর্থকরা উৎসবমুখর পরিবেশে পোস্টার, ব্যানার, মাইকিংয়ের কাজ করেছে। চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।