প্রকাশ পেলো ‘ছলাং’র ট্রেলার

সুপ্রভাত ডেস্ক :
প্রথম স্কুলে ঢোকার অভিজ্ঞতা কারও মনে থাকে, আবার কারও স্মৃতির অতলে লুকিয়ে থাকে ব্যস্ততার স্তূপের নিচে। তারপর যে জীবন শুরু হয় তা শুধু পড়াশোনার গ-িতেই সীমাবদ্ধ নয়। অজগ্র টুকরো টুকরো স্মৃতি সারাটা জীবনকে সমৃদ্ধ করে। এমনই স্মৃতি ফেরাল পরিচালক হনসল মেহতার ‘ছলাং’। আর সেই সুবাদেই বলিউড পেল নতুন জুটি। রাজকুমার রাও এবং নুসরত ভারুচা। শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
অভিনেতা রাজকুমারের সঙ্গে প্রায় আধডজন সিনেমা তৈরি করে ফেলেছেন পরিচালক হনসল মেহতা। তবে এবারে কৌতুকের মোড়কে জীবনের কাহিনি দর্শকদের দরবারে নিয়ে আসছেন বলে জানান ভারচুয়াল সাংবাদিক বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন ছবির অন্যতম প্রযোজক অজয় দেবগনও। জানান, কাহিনি শোনা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল তার। সেই কারণেই প্রযোজনায় অংশীদার হয়েছেন।
‘ছলাং’-এ শরীর শিক্ষার শিক্ষক মন্টুর চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার। নুসরত রয়েছেন সুন্দরী শিক্ষিকা নীলুর ভূমিকায়। ছবিতে রাজকুমারের প্রতিদ্বন্দ্বীর চরিত্রে অভিনয় করেছেন মহম্মদ জিসান আয়ুব। বিশেষ ভূমিকায় রয়েছেন ইলা অরুণ, সৌরভ শুক্লা, সতীশ কৌশিকের মতো পোড় খাওয়া অভিনেতা। ক্যামিও চরিত্রে আবার দেখা যাবে পপ-তারকা হানি সিংকে। ২০১৮ সালের শেষে ছবির শুটিং শুরু করেছিলেন হনসল মেহতা। গত বছরের ডিসেম্বরে শুটিং শেষ করেছিল গোটা টিম। প্রথমে ৩১ জানুয়ারি ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে হয় ১৩ মার্চ। মার্চ থেকেই করোনা সংকট শুরু হয়ে যায়। প্যানডেমিক পরিস্থিতিতে ফের ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। তারপরই ভারচুয়াল রিলিজের ঘোষণা হয়। শিশুদিবসের ঠিক আগে ১৩ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে ‘ছলাং’। খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।