পেকুয়ার ফরিদুল পেলেন এক লক্ষ টাকার পুরস্কার

ইএফডি লটারি

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান গতকাল (সোমবার) কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের সদরসহ বিভিন্ন বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন। এর আগে কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে সৈকত সম্মেলন কক্ষে আয়োজিত রাজস্ব আহরণ বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার শুরুতে গত মাসের ইএফডি লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডে জুন ২০২২ মাসে অনুষ্ঠিত ইএফডি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা জিতেছেন পেকুয়ার ফরিদুল ইসলাম এবং ৪র্থ পুরস্কার হিসেবে দশ হাজার টাকা জিতেছেন মোগলটুলীর মো. শফিকুল ইলাম এবং আলী মাঝির পাড়ার মো. নাছির উদ্দিন। ড. মইনুল খান বিজয়ীদের হাতে পুরস্কারের চেক হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, চালান নিলে জনগণ প্রদত্ত ভ্যাটে সরকারের রাজস্ব সুরক্ষিত হয়। ক্রেতা-বিক্রেতাদের আরো বেশি সম্পৃক্ত করতে পারলে ভ্যাট আহরণের পাশাপাশি সবার মধ্যে অনন্য সংযোগ স্থাপন করা যাবে ও দ্রুতগতি-ব্যাপকভাবে সব জায়গায় ইএফডি বসানো গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের সভাপতি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন সবাইকে কেনা-কাটার সময় চালান সংগ্রহ করে তা লটারির জন্য সংরক্ষণ করার অনুরোধ করেন। বিজ্ঞপ্তি