পর্যটকদের প্রতিক্রিয়ায় ১০ ঘণ্টা পর প্রত্যাহার

সৈকতে নারী ও শিশুদের আলাদা জোন

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার »
সৈকতের লাবনী পয়েন্টে বুধবার বেলা ১২টায় নারী ও শিশুদের জন্য আলাদা ‘সংরক্ষিত এলাকা’ উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ। তার ১০ ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত ১০টায় এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন জেলা প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য আলাদা ‘সংরক্ষিত এলাকা’ উদ্বোধন করার সংবাদ প্রচারের পর সারাদেশে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষ করে যাদের জন্য সংরক্ষিত করা হয়েছে সেই নারী পর্যটকরা তা মানতে নারাজ। কারণ হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যটকরা জানান, স্বামী নিয়ে স্ত্রী সন্তান সমুদ্রে গোসল করতে কক্সবাজারে যান বেড়াতে। তা ছাড়া স্বামী পাশে থাকলে স্ত্রী সন্তান সমুদ্রে নিরাপদে গোসল করতে পারেন। সমুদ্রে ভেসে যাওয়ার আর ভয় থাকে না। আর এই অবস্থায় স্বামীকে ছাড়া সমুদ্র গোসল করা অসম্ভব। এতে পর্যটকরা আর কক্সবাজারে যাবেন না। এমন জোন করা নিয়ে আরো নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেশের বিভিন্ন এলাকার লোকজন। এমন প্রতিক্রিয়া নজরে এসেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তিনি বলেন, পর্যটকদের নারী ও শিশু পর্যটকদের সুবিধার জন্য এমন বিশেষ জোন করা হয়েছে । কিন্তু পর্যটকরা এমন জোন পছন্দ করছেন না। পর্যটকরা যেমন চাইবেন তেমন পর্যটন হবে কক্সবাজার। কারণ পর্যটকদের জন্য কক্সবাজারের পর্যটন এলাকা। তাই তাদের মতামতকে গুরুত্ব দেয়া প্রয়োজন। যেহেতু তারা এমন জোন চাচ্ছেন না তাই নারী ও শিশুদের জন্য বিশেষ জোন প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এ সমুদ্র সৈকতে সরকারি ছুটি বা বিশেষ কোনোদিনে লাখো পর্যটকের সমাগম ঘটে। এসব পর্যটকদের মধ্যে কেউ পরিবার নিয়ে আসে, আবার কেউ একা সৈকত ভ্রমণে আসে। এদের কথা চিন্তা করে শুধুমাত্র নারী ও শিশু পর্যটকদের ‘সংরক্ষিত এলাকা’ উদ্বোধন করা হয়েছে। উক্ত সংরক্ষিত এলাকাটিতে নারী পর্যটকদের জন্য রয়েছে আলাদা ড্রেসিংরুম ও লকার রুম। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের যাদের ইচ্ছা বা স্বেচ্ছায় ওই ‘বিশেষ এলাকায় প্রবেশ করতে পারবেন। এজন্য ১৫০ মিটার এলাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। এতে স্বাচ্ছন্দ্যে সৈকত ভ্রমণ করতে নিরাপদ বোধ করবে নারী পর্যটকরা। এখন নারী ও শিশুদের জন্য বিশেষ জোন বাতিল করা হয়েছে। তাই এই জোনের জন্য যে সকল সুযোগ সুবিধার কথা বলা হয়েছে তা থাকছে না।