পরিবেশ দূষণ বাড়ায় হুমকির মুখে মানবসভ্যতা

এ্যাড ভিশন বাংলাদেশের সভায় ড. অনুপম সেন

এ্যাড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে পরিবেশ, জলবায়ু ও আগামীর বিশ্ব নিয়ে এবং আগামীতে ঢাকা, চট্টগ্রামে পরিবেশ বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় নগরীর একটি হোটেলের বলরুমে সংগঠনের সভাপতি মো মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ্যাড ভিশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন ফারুক, বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপিক ববি বড়–য়া, আগ্রাবাদ মহিলা কলেজের প্রভাষক বিবি মরিয়ম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, আনজুমান আরা, সাপ্তাহিক ইস্টার্ন ট্রেড-এর সম্পাদকম-লীর সভাপতি কাযী মুহাম্মদ আশিকুর রহমান হাশেমী, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াস, এ্যাড ভিশনের পৃষ্ঠপোষক শেখ নওশেদ সরোয়ার পিন্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক  জিতেন্দ্র লাল বড়–য়া, মহিলা আওয়ামী লীগ নেত্রী সারমিন ফারুক সুলতানা, রোকসানা বেগম, লেখক সোহেল মো. ফখরুদ-দীন, কুতুবউদ্দিন বখতেয়ার, মো. বাপ্পী তালুকদার, সিরাজুল ইসলাম, সুমন বড়–য়া, মো. ফারুক, নুরজাহান আক্তার নুরা, মো. জিয়াউল হক, রথীন্দ্র কুমার দত্ত, মো আইয়ুব, রওশন আকতার নিলু  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, পরিবেশ মানবসভ্যতার এক গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু নানা কারণে পরিবেশ দূষণ সমস্যা প্রকট আকার ধারণ করায় মানবসভ্যতা আজ চরম হুমকির মুখে। দ্রুত গতিতে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ অরণ্য। যেখানে বাংলাদেশে ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে আছে মাত্র ১৬ ভাগ। প্রতিবছর ৭০ লক্ষ্য হেক্টর জমি মরুভূমি হয়ে যাচ্ছে। পরিবেশ দূষণের ফলে পৃথিবীর ৮০ শতাংশ নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে।

ড. অনুপম সেন এ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ্যাড ভিশন যে সব কর্মকা- করছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি