নির্বাচন নিরপেক্ষ করার আহ্বান

দক্ষিণ কাট্টলী বিএনপির সভায় ডা. শাহাদাত হোসেন

 

‘আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করুন।’

গতকাল শনিবার বিকালে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে কাজীর দিঘি মোড়ে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকার একদলীয় শাসনব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে সরাসরি পুলিশ বাহিনী নিয়ে তৃণমূলে চলে গেছে। এ জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন ও সরকার দায়ী। নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, তাদের যোগ্যতাই নেই।

১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড় বিএনপির আহ্বায়ক হাজী মো. সাইফুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব মো. শফিউল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জিয়া।

এতে আরো বক্তব্য রাখেন, নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ-যুব বিষয়ক সম্পাদক আজাদ বাঙ্গালী, মহিলা কাউন্সিলর প্রার্থী ও নগর বিএনপির সদস্য জেসমিনা খানম, আখি সুলতানা, উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন শাহীন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুন্না, নুর সেলিম বাঙ্গালী, মহিলাদল নেত্রী খালেদা বোরহান, জাহানারা বেগম, শামসুন্নাহার প্রেমা, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন, মাসুম ভূইয়া, আবদুর জাহের রাজু, ওয়াকিল আহমেদ রমজান, নগর যুবদল নেতা মো. আলী, মো. ইয়াসিন, মিজানুর রহমান দুলাল, মো. হোসেন, শ্রমিকদল নেতা সৈয়দ আলমগীর, মো. আলাউদ্দিন, নগর স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন, জাকির হোসেন, মো. এরশাদ, নগর ছাত্রদল নেতা রাজিব ধর তমাল, জহির উদ্দীন বাবর, ওমর কাইয়ুম প্রমুখ। বিজ্ঞপ্তি