ননী গোপাল বড়–য়া ও রেনু বালা বড়–য়ার স্মরণানুষ্ঠান

রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাসক ননী গোপাল বড়–য়া ও রেণু বালা বড়–য়ার শান্তি কামনায় অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভীশ্রেষ্ঠ সীবলী পূজা ও মার বিজয়ী উপগুপ্ত মহাস্থবির’র পূজা ও অষ্ট উপকরণসহ মহাসংঘদান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পরিবারের দ্বিতীয় পুত্র রাউজান সদর ইউনিয়নের প্যানেল মেয়র ও রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রবেশ বড়–য়া প্রবাসের পুত্র আদ্রিক বড়–য়া প্রত্যয়’র প্রব্রজ্যা গ্রহণ এবং প্রথম পুত্র দেবেশ বড়–য়ার পুত্র চনি বড়–য়ার সাথে পিয়া চাকমার নব দাম্পত্য জীবনের শান্তি কামনা এ মহাসংঘদান অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির। আশীর্বাদক ছিলেন রাউজান বিমলানন্দ বিহারের অধ্যক্ষ ও উপসংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাস্থবির।
প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির, বিশেষ জ্ঞাতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি বুদ্ধরক্ষিত মহাস্থবির। সদ্ধর্ম দেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবির, প্রিয়নন্দ মহাস্থবির, জিনালংকার মহাস্থবির, সাধারণ সম্পাদক বিপুলসেন মহাস্থবির, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপ-বিহারাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, শাসননন্দ মহাথের, অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, কুমিল্লার জিনানন্দ মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস. লোকজিৎ থের, বিপুলবংশ মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু। আরো উপস্থিত ছিলেন সুদেশক সুমনজ্যোতি স্থবির, সুদেশক নন্দশ্রী স্থবির, দেবরতœ থের, বিদর্শনাচার্য সত্যপাল মহাথের প্রমুখ। বিজ্ঞপ্তি
, লোকবংশ থের, রাহুলরতœ থের, উপানন্দ ভিক্ষু, দীপানন্দ থের, নিরোধানন্দ ভিক্ষু, শীলবংশ ভিক্ষুসহ আরও শতাধিক ভিক্ষু-শ্রামণসংঘ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৈত্রীপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের চিকিৎসা তহবিল নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন । বিজ্ঞপ্তি