নতুন প্রজন্মকে সঙ্গীত শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে

ত্রি-কলা সঙ্গীত একাডেমীর উদ্বোধন

ত্রি-কলা সঙ্গীত একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে নগরীর হেমসেন লেইনস্থ প্রতিষ্ঠান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট নিহার রঞ্জন নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সঙ্গীত শিল্পী সোমা দেবীর পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী চন্দ্রমোহন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সজল নাথ, সংগঠক পরিমল দত্ত, শিক্ষক মুক্তা বড়–য়া, গ্রাফিক্স ডিজাইনার টিটু মল্লিক, প্রকৌশলী প্রবীর দাশ, প্রমোতোষ দাশ।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ নৃত্যশিল্পী মৌসুমী দেবী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন যন্ত্রসঙ্গীত শিল্পী বিকাশ কান্তি নাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পলাশ কান্তি নাথ রণী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিকতা ও সঙ্গীত শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। তরুণ প্রজন্মকে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকা-ের ভূমিকা গুরুত্ব বহন করে। বিজ্ঞপ্তি