নগরে অবৈধ মজুতকৃত ২৬১ বস্তা চিনি জব্দ

ন্যায্যমূল্যে বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়

নিজস্ব প্রতিবেদক »

নগরীর পাহাড়তলী বাজারে দুই দোকানে অভিযান চালিয়ে অবৈধ মজুতকৃত ৫০ কেজি ওজনের ২৬১ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উক্ত দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করে চিনিগুলো ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দেন এ প্রতিষ্ঠান। গতকাল বুধবার অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, বুধবার সাড়ে ১০টা থেকে পাহাড়তলী বাজারে এ অভিযান শুরু হয়। প্রতিষ্ঠানগুলোতে চিনির মূল্য তালিকা ছিল না, চিনির কোন ধরনের বিল ভাউচার রাখেনি এবং বেশি মূল্যে চিনি বিক্রির কারণে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা ও উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একটি দোকানে ১৮১ বস্তা ও আরেকটি দোকানে ৮০ বস্তা চিনি পাওয়া যায়। অভিযানের পরে পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির নেতৃত্বে মজুদ করা চিনি ন্যায্যমূল্যে বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাসরিন আক্তার।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সহায়তায় পরিচালিত অভিযানে অংশ নেন অধিদপ্তরের সহকারী পরিচালক দিদার হোসেন।