নগরীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কোভিড-১৯ সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নগরীতে বিভিন্ন সংগঠন স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছে।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম
কোভিড-১৯ সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে স্প্রে ও মাস্ক বিতরণ করেছে রেডক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকরা। সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম এর নেতৃত্বে নগরীর ওআর নিজাম রোড আবাসিক এলাকা, কাতালগঞ্জ এলাকায় হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু, কার্যকরী পর্ষদ সদস্য তানভীর আহমেদ চৌধুরী মাহিন, ইস্তাকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, মাহামুদুন নবী, মো. আবদুর রহমান, অভিষেক চৌধুরী, সুলতান আরেফিন সহ যুব সদস্যরা।
কোতোয়ালী থানা যুবদল
কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে ডা. শাহাদাত হোসেনের পক্ষে গতকাল ২৬ এপ্রিল বাদে জোহর ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের মোমিন রোডস্থ হযরত শাহ আনিস (র.) মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সহ-সভাপতি হাফিজুল ইসলাম মজুমদার মিলন, ২১নম্বর জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মো. শাহজাহান, ওয়ার্ড বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মো. সেলিম, মো. দেলোয়ার হোসেন, কোতোয়ালী থানা যুবদলের সিনিয়র সংগঠক মো. আব্দুল জলিল, মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন চৌধুরী, জামাল খান ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. খলিলুর রহমান, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মামুন, কোতোয়ালী থানা যুবদল নেতা মো. সাইফুল, মো. আশরাফ হোসেন, আকবর হোসেন, মো. আব্দুল হামিদ, মো. আলাউদ্দিন, ওয়ার্ডে বিএনপি, যুবদল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি