দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জিতেন গুহের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহের উপর বর্বরোচিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ৩০ এপ্রিল বিকাল ৩ টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা পূজা পরিষদের সভাপতি নটু ঘোষের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

আরও বক্তব্য রাখেন বদিউল আলম বদি, চৌধুরী ফরিদ, হিল্লোল সেন উজ্জ্বল, অ্যাড. চন্দন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, লায়ন দুলাল চন্দ্র দে, অ্যাড. কবিশেখর নাথ পিন্টু, ড. বিপ্লব গাঙ্গুলী, সুমন দেবনাথ, রতœাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, আবু আহামদ চৌধুরী ঝুনু, রণবীর ঘোষ টুটুন, অরূপ রতন চক্রবর্তী, সাংবাদিক প্রদীপ শীল, মিলন শর্মা, লায়ন শংকর সেনগুপ্ত, মো. নাছির উদ্দীন, মিথুন মল্লিক, বিমল মিত্র, দেবাশীষ দত্ত ক্রেডিট, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, অ্যাডভোকেট নিখিল নাথ, রুবেল দেব, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, মাস্টার শ্যামল কান্তি দে, রতন বিশ্বাস, অমৃত লাল দে, তাপস কুমার দে, দেবাশীষ আচার্য, ডা. কাজল কান্তি বৈদ্য, শ্যামল বিশ্বাস, ভবশংকর ধর, বিশ্বজিত দাশ, ডা. আর.কে দাশ, রুবেল দত্ত, অলক কুমার দে, বিকাশ কুমার দে, নুপুর দাশ প্রবীর, অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, ঝুলন দত্ত, প্রণব দাশ, প্রদীপ দে প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন থানা কমিটি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সংগঠক জিতেন কান্তি গুহের উপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলা সনাতনী সমাজ কখনো মেনে নেবে না। রাজনীতিবিদ ও সংগঠক জিতেন কান্তি গুহের উপর হামলার প্রতিবাদে সনাতনী সমাজ ঐক্যবদ্ধ।
বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান। বিজ্ঞপ্তি