দেশগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ

খাগড়াছড়ি : আমাদের খাগড়াছড়ি প্রতিবেদক জানায়,ফ্রান্সে বিশ্বনবী (স.) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে  আহলে সুন্নাত ওয়াল জামাত। শুক্রবার সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসুচিতে  সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও সংগঠনের জেলা সভাপতি মো. রফিকুল আলম। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু তাহের আনসারী, সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন, খাগড়াছড়ি  কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা সালাহ উদ্দিন।বক্তারা অবিলম্বে বাংলাদেশে ফ্রান্স দুতাবাস বন্ধ করে দেয়া,আন্তর্জাতিকভাবে মামলা দায়ের করার জন্য সরকারের নিকট দাবি জানান। অন্যথায় খাগড়াছড়ি থেকে ফ্রান্স দুতাবাস অভিমুখে লংমার্চ করার হুঁশিয়ারি দেন। মানববন্ধন  থেকে ফ্রান্স ও তার সহযোগী মিত্রদের পণ্য বর্জন করার জন্য মুসলিম উম্মাহকে উদাত্ত আহ্বান জানান।

লামা : আমাদের লামা প্রতিনিধি জানায়, ফ্রান্সে বিশ্ব নবী মুহাম্মদ (স:) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে লামায় বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ অনিুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের আশ-পাশের মসজিদগুলো থেকে কয়েক হাজার মুসল্লি আল্লাহর রাসুল, মুসলমানের প্রাণের চেয়েও প্রিয় নবীর শানে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিশ্ব নবী (স.) কে অবমাননাকর কর্মকান্ডে ফ্রান্সের বিরুদ্ধে চরম ঘৃণা প্রকাশ করে মুসল্লিরা বিভিন্ন স্লোগান দেয়। এ সময় বিক্ষোভকারীদের আল্লাহু আকবর ধ্বনিতে রাজপথ প্রকম্পিত উঠে। বিক্ষোভ মিছিল নিয়ে সবাই পৌর বাস টার্মিনালে গিয়ে প্রতিবাদ সভা করেন। সবাই বক্তারা বলেন, মহা নবীকে নিয়ে অবমাননাকর আচরণের মাধ্যমে ফ্রান্স বিশ্ব শান্তি ভঙ্গের পায়তারা করছে। ফ্রান্সের রাষ্ট্র প্রধানকে নিকৃষ্টতম প্রাণির সাথে তুলনা করে বক্তারা চরম ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কোরআন-সুন্নাহকে বিকৃত ও এর পরিপন্থী কর্মকান্ডের মাধ্যমে যাঁরা ফ্রান্সকে অনুসরণ করছে, তাদেরকেও সঠিক পথে আসার আহবান জানান বক্তাগন। না হয় আল্লাহর রাসুল (সা:) মুসলমানদের প্রানের চেয়েও প্রিয় নবী (স.) এর জন্য জীবন দিয়ে প্রতিবাদ করবেন বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন,  কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা  মোহাম্মদ আজিজুল হক, লামা বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, ফরেস্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মো কামরুজ্জামান।

সন্দ্বীপ : আমাদের সন্দ্বীপ প্রতিনিধি জানায়,ফ্রান্সে সরকারি মদদে শার্লি এ্যাবদো ম্যাগাজিনে রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সন্দ্বীপ উপজেলা সদরে ইসলামী আন্দোলনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বাদ আসর সন্দ্বীপের সেনেরহাট চত্বরে মিছিল পূর্ব এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া। মাওলানা মোহাম্মদ সানাউল্লাহর সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মাইনউদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান শামীম, মাওলানা নাজিমউদ্দীন ভূঁইয়া, মাওলানা মুফতি শেখ জাহিদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাস্টার মাকছুদুর রহমান, মো. নাজমুল হাসান তুরান, আরিফুর রহমান মুরাদ, মো. মেহেরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা ফরাসী পণ্য বর্জনের পাশাপাশা ফরাসী সরকার প্রধান ম্যাক্রোর বিচার দাবি করেন। এ ছাড়া রাসূল (সা.) এর কটুক্তিকারীদেরও বিচার দাবি করেন। পরে কয়েক হাজার তৌহিদী জনতার এক বিশাল বিক্ষোভ মিছিল সন্দ্বীপ উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।