টিকা পেলেন চট্টগ্রাম কারাগারে ৮০০ বন্দি

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৮শ’ বন্দিকে করোনার ফাইজার ভ্যাকসিন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।

কারাগারের ভেতরে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনের পর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আজ (বৃহস্পতিবার) ৭ হাজার ৮শ’ জন কারাবন্দির মধ্যে ৮শ’ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। লাইন লিস্টিংয়ের (নাম, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র) মাধ্যমে তাদের ফাইজার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এত কারাবন্দিকে এক সঙ্গে টিকা দেওয়া সম্ভব নয়। ক্রমান্বয়ে সকলেই টিকা পাবেন।’

টিকা নেওয়া বন্দিদের চিহ্নিত করতে কার্ড দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কেউ জামিনে বের হলে বা মুক্তি পেলে বাইরে বেরিয়ে যেন ঝামেলা পোহাতে না হয় সে জন্য তাদের ভ্যাকসিন কার্ড প্রদান করা হয়েছে। আবার নতুন কয়েদিদের কেউ যদি প্রথম ডোজ নিয়ে থাকে তাহলে কারাগারে তিনি দ্বিতীয় ডোজ নেওয়ার সুযোগ পাবেন।’

কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হক বলেন, ‘প্রতিদিন কারাবন্দির সংখ্যা উঠানামা করছে। এদের মধ্যে নতুন বন্দিরা অনেকেই টিকা নিয়ে এসেছেন। আবার অনেকে প্রথম ডোজ নিয়েছেন। তাদের টিকা কার্ড দেখে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। কারাবন্দিরা করোনা টিকা পেয়ে অনেক খুশি।’

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে এ কার্যক্রম উদ্বেধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।