জ্ঞানকে বিভাজন করা পরিহার করুন : নদভী

আইআইইউসি’র ওরিয়েন্টেশন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নেদভী এমপি বলেন, জ্ঞানকে বিভাজন করা পরিহার করুন। রোববার সকালে আইআইইউসি’র স্টাফ ডেভেলপমেন্ট এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন (এসডিএসডব্লিউডি) আয়োজিত তুরস্কের টার্কি দিয়ানাত ফাউন্ডেশনের (টিডিএফ) বৃত্তিধারী শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও মতবিনিময়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিশেষ অতিথি ছিলেন তুরস্কের কোঅর্ডিনেটর সেরকান অকসয়।

স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি’র রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের চেয়ারম্যান ও বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির।  সঞ্চালনা করেন এসডিএসডব্লিউডি’র অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।

প্রধান বক্তা আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, তুরস্ক একটি সমৃদ্ধ দেশ, জ্ঞান এবং জ্ঞানীদের দেশ। তারা আমাদের দেশেও জ্ঞানার্জনে পৃষ্ঠপোষকতা করছে এ বড় আনন্দের বিষয়। বৃত্তিধারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান এ জন্যে যে, তারা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র মত একজন মেধাবী ও ডায়নামিক লিডারকে বিওটি চেয়ারম্যান হিসেবে পেয়েছেন। বিজ্ঞপ্তি