জে এম সেনের উত্তরসূরী মিলন সেনকে সহায়তা দিলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »

চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা যাত্রা মোহন সেনগুপ্ত।
তাঁর একমাত্র উত্তরসূরী চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরমার যাত্রা মোহন সেন গুপ্ত পরিবারের বীর মুক্তিযোদ্ধা মিলন কান্তি সেন গুপ্ত। অনেকটা অভাব-অনটনের চলে তাঁর পরিবার। করোনার এমন নাজুক পরিস্থিতিতে তার পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম-সেবা।
চন্দনাইশ উপজেলার বরমায় ৫ জুলাই দুপুরে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার মিলন কান্তি সেনগুপ্তের হাতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম-সেবা’র পক্ষে চাল, ডাল, তেল, চিনি, মুরগি, ডিমসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীগুলো প্রদান করেন। খাদ্য সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মো. মজনু মিয়া, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ।