জিয়া পরিবার সরকারের আক্রোশের শিকার

মহানগর বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক »

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘সমকালীন রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হেয় করা হচ্ছে। অথচ দেশের কোথাও তার বিরুদ্ধে কোনও অভিযোগ বা মামলা ছিল না। বর্তমানে তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার গভীর ষড়যন্ত্র চলছে। জিয়া পরিবার সরকারের আক্রোশের শিকার।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা গভীর ষড়যন্ত্রমূলক’।
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, তারেক রহমানের ওপর ঘৃণ্য ষড়যন্ত্রের ধারা এখনও অব্যাহত আছে। নানাভাবে তাকে বিপর্যস্ত ও বিপন্ন করার জন্য সরকার কূটচাল চালিয়েই যাচ্ছে।

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য হাজী মো. আলী, মাহবুব আলম, নিয়াজ মো. খান, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মোশাররফ হোসেন , মো. সেকান্দর, হাজী মো. সালাউদ্দীন, আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক জাকির হোসেন, মো. শাহাবুদ্দীন, আবদুল কাদের জসিম, রোকন উদ্দিন মাহমুদ, নুর হোসাইন, জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের হাজী মো. ইদ্রিছ, কৃষকদলের আহ্বায়ক মো. আলমগীর, জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, সাইফুল আলম, শরিফুল ইসলাম তুহিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, ইসমাইল বালী, হাজী মো. ইলিয়াছ, আলাউদ্দিন আলী নুর, জমির আহমদ, জাহিদ মাষ্টার, আলী আব্বাস খান, মো. বেলাল, হুমায়ুন কবির সোহেল, খন্দকার নুরুল ইসলাম, মো. আসলাম, এফ এ সেলিম, শরিফুল ইসলাম, মোশারফ জামাল, রাসেল পারভেজ সুজন, আজম উদ্দিন, শায়েস্তা উল্লাহ চৌধুরী, ওয়ার্ড সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম মুন্সী, হাজী এমরান উদ্দীন, আবু সাইদ হারুন, মাসুদুল কবির রানা, নাসিম আহম্মেদ, সৈয়দ আবুল বশর, হাজী আবু ফয়েজ, হাবিবুর রহমান চৌধুরী, হাসান ওসমান চৌধুরী, জসিম মিয়া, আনোয়ার হোসেন আরজু, মনজুর মিয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, এস এম আজাদ, মনজুর কাদের, কামরুল ইসলাম, মামুন আলম প্রমুখ।