জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না ভারত

ফটিকছড়িতে হাইকমিশনার

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি »

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানান বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
তিনি শনিবার বিকালে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে শফিউল বশর মাইজভান্ডারির রওজায় গিলাপ হস্তান্তরকালে এ মন্তব্য করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারাই সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।’
তিনি আরও জানান, ‘ভারত সবসময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দু’দেশের অর্থনীতির পরিসর আরো ব্যাপক হবে।’
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আমন্ত্রণে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভান্ডারির রওজা শরিফে গিলাফ চড়ান ভারতীয় হাইকমিশনার। এর আগে তিনি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব তৈয়বুল বশর মাইজভান্ডারী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা।