জহুর আহমদ শ্রমজীবী অধিকার আদায়ের আন্দোলনের পথিকৃৎ

স্মরণসভায় মাহাতাব উদ্দীন চৌধুরী

নগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো আলমগীর এর সভাপতিত্বে সদস্যসচিব মো মিরন হোসেন মিলনের সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় দামপাড়াস্থ মরহুমের বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী। বক্তব্য রাখেন নগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাস, মো. বখতিয়ার, হারুনুর রশিদ রনি, সৈয়দ মো ওমর ফারুক, মো. আলী, মো. আনোয়ার, মো. বাদশা। উপস্থিত ছিলেন মো. লোকমান হাকিম, মো. নুরুল আমিন, মো আব্দুল হালিম আদু, মো ইউছুফ, গোলাম রাব্বানী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জহুর আহমদ চৌধুরী চট্টগ্রাম তথা বাংলাদেশের জাতীয় রাজনৈতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপনকারী এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠার মধ্যদিয়ে স্বাধিকার আন্দোলন থেকে চট্টগ্রামের লালদিঘির ময়দানে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাবের পক্ষে দেশের সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছিল তারই সভাপতিত্বে। এই শ্রমিক আন্দোলনের পথিকৃত জহুর আহমদ চৌধুরীর আদর্শ এবং নির্দেশিত পথ অনুসরণ করে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যের শ্রমিক আন্দোলন পুনরুদ্ধারে নগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্মরণসভা শেষে বীর মুক্তিযোদ্ধা জহুর আহমদ চৌধুরীর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি