ছয় দিনব্যাপী পিএইচপি মোটর ফেস্ট কাল শুরু

আগামীকাল রোববার থেকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পিএইচপি ছয় দিনব্যাপী মোটর ফেস্ট-২০২১ আয়োজন করেছে। ২১ নভেম্বর শুরু হয়ে ফেস্ট চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত ও পিএইচপি ফ্যামিলির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ও বিশেষ অতিথি থাকবেন চিটাগং চেম্বার অব কমার্স এর সভাপতি মাহবুবুল আলম।
এতে স্বাগত বক্তব্য দেবেন পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।
উল্লেখ্য, বর্তমানে প্রোটন ব্রান্ডের গাড়িগুলোর গুণগতমান ও বিক্রয়োত্তর সেবার কারণে অনেক কর্পোরেট প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য গাড়ি হয়ে উঠেছে প্রোটন। চট্টগ্রামে প্রোটন গাড়িপ্রেমীদের এটি একটি বড় সুযোগ যারা এই মোটর ফেস্টে স্পটবুকিং দেবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার।
মেলায় গাড়ি প্রদর্শনের মধ্যে ব্রান্ডনিউ ২০২১ মডেলের প্রোটনসাগা, প্রোটন পারসোনা ও মেলার অন্যতম প্রধান আকর্ষণ বাংলাদেশে প্রথম টকিংকার অর্থাৎ ২০২১ মডেলের প্রোটন এক্স-৭০ এসইউভি গাড়ি। মেলায় অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি