ছাটাই বাতিল ও বোনাসের দাবিতে বায়েজিদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
নগরের বায়েজিদ বোস্তামী থানার ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা বুধবার সকালে ছাটাই বাতিল ও বোনাসের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেছে।
শ্রমিকরা জানান, ঈদের আগে কারখানা কর্তৃপক্ষ তাদের বোনাস দেয়ার কথা ছিল। করোনাকালে সাধারণ ছুটির মধ্যেও তারা কাজ করেছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বোনাস দিতে রাজি নয়। তাছাড়া প্রতিষ্ঠান শ্রমিদের ছাটাইও করছে।
ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিক নেতা নূরুল আলম সাংবাদিকদের বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই কারখানার মালিকপক্ষ শ্রমিক ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। ঈদের আগে বোনাস দিতে হবে। বিকাল পযন্ত শ্রমিকরা আন্দোলন করেছে। বৃহস্পতিবার আবারো আন্দোলনে নামবো আমরা।’
চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘বোনাস ও ছাটাই বাতিলের দাবিতে ‘ইত্যাদি জিন্স কারখানা’র শ্রমিকরা আন্দোলনে নেমেছে। সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। মালিকপক্ষ বেসিকের ৫৫ শতাংশ বোনাস দিতে রাজি হয়েছেন।
এ কারখানায় ১ হাজার ২০০ শ্রমিক কর্মরত আছে বলে জানান তিনি।