চসিকের সুনাম বৃদ্ধিতে আন্তরিক হওয়ার আহ্বান

মেমন মাতৃসদন হাসপাতালে সমন্বয় সভায় বক্তব্য রাখছেন ডা. সেলিম আকতার চৌধুরী

মেমন মাতৃসদন হাসপাতালে সমন্বয় সভা

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকদের নিয়ে এক সমন্বয় সভা গতকাল বেলা ১২টায় ইনচার্জ ডা. আশিষ কুমার মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কনসালটেন্ট (গাইনি) ডা. শারমিন মুন্নি, আরএমও ডা. শাহিন পারভীন, ডা. রোকসানা পারভীন, ডা. ফাহমিদা জেসমিন সিলভী, কনসালটেন্ট (শিশু) ডা. বাবলী মল্লিক, এনেসথেসিস্ট ডা. পংকজ কুমার দেওয়ানজী, মেডিক্যাল অফিসার(শিশু) ডা. হোসনে আরা বেগম, মেডিক্যাল অফিসার (গাইনি) ডা. শামিমা আকতার কাকলী, ডা. রাহেলা হোসেন, সনোলজিস্ট ডা. ডালিয়া ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, প্রশাসক খোরশেদ আলম সুজন চসিকের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর হতে স্বাস্থ্য বিভাগ তথা মেমন মাতৃসদন হাসপাতালের প্রতি বিশেষ নজর দিয়েছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারই নির্দেশনার আলোকে অত্র মেমন মাতৃসদন হাসপাতালের চলমান চিকিৎসা সেবা কার্যক্রমকে যে কোন কিছুর বিনিময়ে পূর্বের ধারায় ফিরিয়ে আনতে সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে।
তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী সকলকে সর্বপ্রথমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং সরকারি নিয়মনীতি মেনে দায়িত্ব পালনসহ চসিকের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি