চন্দনাইশে ১০ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »

চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকার নগদ ১ লক্ষ টাকা, মোবাইল সেট, ব্যাগ ও নাম্বারবিহীন সি এন জি উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। ছিনতাইকারীরা হলেন, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী চরপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০), হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর ভান্ডারী পাড়া এলাকার মো. আবু তৈয়বের ছেলে মো. ইসমাইল (২২)।

সহযোগী ছিনতাইকারীরা হলেন- হাশিমপুর ইউনিয়নের পূর্ব হাশিমপুর, সোনাইছড়ি কুল এলাকার শাহরিয়ার ইসলাম প্রকাশ জিকু (২২), চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়াা আজিজুর রহমান (২২), বৈলতলী ইউনিয়নের উত্তর জাফরাবাদ, সৈয়দ মাঝির পাড়া এলাকার মো. আরাফাত (৩০), হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর, ভান্ডারী পাড়া এলাকার ইয়াসিন আরাফাত আকিব (১৯) ও একই এলাকার আরিফুল ইসলাম (২২), পূর্ব হাশিমপুর, হিরালাল পাড়া এলাকার আজিজুল হাকিম ইমরান (১৯), দক্ষিণ হাশিমপুর, হিরালাল পড়াা এলাকার মো. ইমন (১৯) এবং পূর্ব হাশিমপুর, সোনাইছড়ি কুল এলাকার বাচা মিয়ার ছেলে আজিজুল হক (১৯)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, থানার এসআই মো. ইউনুস আলীর নেতৃত্বে কয়েকটি টিম গতকাল রাত ২টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই ঘটনার সাথে জড়িত ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত টাকার নগদ ১ লক্ষ টাকা, মোবাইল সেট, ব্যাগ ও নাম্বারবিহীন সি এন জি উদ্ধার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ মামলা রেকর্ড হয়েছে। আসামিদের আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।