চন্দনাইশে কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রি


২টি গাড়ি জব্দ


নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল (মাটি) কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার মুহুর্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার  স্কেভেটর মেশিন অকেজো ও ২টি গাড়ি জব্দ করা হয়। গত মঙ্গলবার বিকালে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম নিয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোয়ারা ইউনিয়ন মুহাম্মদপুর এলাকায় ইট ভাটার মালিক ও প্রভাবশালী ব্যক্তিরা ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে কৃষিজমির মাটি ইটভাটায় নিয়ে যাচ্ছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন টপ সয়েল (মাটি) কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার মুহুর্তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর মেশিনটি স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে অকেজো করা হয় ও ২টি মাটি ভর্তি গাড়ি জব্দ করে উপজেলা নিয়ে আসা হয়। গাড়ি ২টির মালিকের সাথে যোগাযোগ করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসন। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসন সুপ্রভাতকে বলেন, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল (মাটি) কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি। তাই গোপন সংবাদের ভিত্তিতে টপ সয়েল (মাটি) কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার মুহুর্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্কেভেটর  মেশিন অকেজো ও ২টি গাড়ি জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়। গাড়ি ২টির মালিকের সাথে যোগাযোগ করে হয়েছে, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে।