চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান

মা ও শিশু হাসপাতালে চিকিৎসা সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হচ্ছে

‘মানুষ মানুষের জন্য’ ও PAY IT FORWARD BANGLADESH এর পক্ষ থেকে আজ ২৭ জুন (শনিবার) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত ডাক্তার এবং নার্সদের জন্য ১২৯ পিস পিপিই, গগলস্ ১২৯টি, ১২৯ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ১২৯টি কেএন৯৫ মাস্ক প্রদান করা হয়েছে।
সংগঠনের পক্ষে সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন সাইফুল ইসলাম নেছার। হাসপাতালের পক্ষে অনুদান গ্রহণ করেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম মোরশেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (আইসিএইচ) ডা. আবু সাইদ চৌধুরী, সহকারী পরিচালক (মেডিক্যাল এ্যাফেয়ার্স) ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ।।
হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এ উদ্যোগে জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি