চট্টগ্রাম জেলা ফাইনালে

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চ’ড়ান্ত আসরের ফাইনালে উঠে দীর্ঘদিন পর একটা ট্রফি জয় নিশ্চিত করেছে চট্টগ্রামের ছেলেরা। ঢাকার কমলাপুর বীরশ্রেস্ট শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা টাইব্রেকারে ৪-২ গোলে মাগুরা জেলার বিরুদ্ধে জয়লাভ করে। আগামী ৪ জুলাই শিরোপার লড়াইয়ে চট্টগ্রাম সেনাবাহিনীর বিরুদ্ধে খেলবে। গতকাল অপর সেমিফাইনালে সেনাবাহিনী-ময়মনসিংহ জেলাকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নির্ধারিত সময়ে প্রতিপক্ষের গোলমুখে আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি চট্টগ্রাম জেলা। পরে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ালে ২৩ মিনিটে সায়মনের গোলে লিড পায় চট্টগ্রাম। পরের মিনিটেই মাগুরা সমতা আনতে সক্ষম হয়। টাইব্রেকারে চট্টগ্রামের বোরহান, সজিব, শাহীন ও বেলাল গোল করেন।
এ তথ্য জানান চট্টগ্রাম দলের ম্যানেজার সালাউদ্দিন জাহেদ ও কোচ তৌহিদুল ইসলাম। এদিকে চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য কাজি জসিমউদ্দিন, সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিঞা ও কাউন্সিলর মোরশেদ এবং দৈনিক আজাদী’র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।