চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫, শনাক্তের হার ১১.৮২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন পাঁচজন। নগরীতে মৃত্যু নেই, মারা যাওয়া  সকলেই উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৪৬ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৫ জন।

রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১০ টি ল্যাবে ১ হাজার ১৫ নমুনায় আক্রান্ত হয়েছেন ১২০ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৬২ জন এবং উপজেলায় ৫৮ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৭২ হাজার ৬৫২ জন এবং উপজেলায় ২৭ হাজার ৩৯৩ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরীতে উপজেলায় মারা গেছেন পাঁচজন। এ নিয়ে নগরীতে ৬৯৫ জন এবং উপজেলায় ৫৫১ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৪৬ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস  ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৭২ নমুনার মধ্যে ৪৪ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৮৬ নমুনায় ৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৮ নমুনায় ৩৩ জন, এন্টিজেন টেস্টে ৩৭ নমুনায় একজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৪ নমুনায় ২ জন, আরটিআরএল ল্যাবে ১৫ নমুনায় ৫ জন,  মেডিকেল সেন্টার হাসপাতালে ৯ নমুনায় ২ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫০ নমুনায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে। তবে এদিন শেভরণে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে কোন নমুনায় করোনার অস্তিত্ব মেলেনি।