চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৭, মৃত্যু তিন জন

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের দেহে। এদের মধ্যে নগরে ৬০ জন এবং উপজেলার ৪৭ জন। নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ২৯৭ জনে।

বুধবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানা গেছে। আরও জানা যায়, গতকাল মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব চট্টগ্রামে সাতটি ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৪২ জন, বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চমেক ল্যাবে জন এবং সিভাসু ল্যাবে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মা শিশু হাসপাতাল ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করে জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪টি নমুনা পরীক্ষা করে জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তবে এদিন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

এছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।