চট্টগ্রামে দ্বিতীয় দফা ভ্যাট মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে দু’দিনব্যাপী দ্বিতীয় দফা ভ্যাট মেলা গতকাল থেকে দু’দিন ব্যাপী কমিশরানেটের আওতাধীন ৮টি বিভাগে (মহানগর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা) শুরু হয়েছে। এছাড়া ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শপিং মলে ব্যাট বুথ স্থাপনের মাধ্যমে ভ্যাটদাতাদের সরাসরি সেবা প্রদান করা হবে। সকাল ১১টায় সদরঘাটস্থ পুরানো কাস্টমস ভবনে আগ্রাবাদ বিভাগের এ কার্যক্রম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ স্বপন, উপ কমিশনার শাহীনুর কবির পাভেলসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আগ্রাবাদ সিডিএ এলাকায় কাস্টমস অডিট ভবনে চট্টলা বিভাগের কার্যক্রম উদ্বোধন করেন যুগ্ম কমিশনার মো. মুশফিকুর রহমান। এতে যুগ্ম কমিশনার মো. সেলিম শেখ, উপ কমিশনার কামনাশীষ, মো. আহসান উল্লাহ, সহকারী কমিশনার এম সরাফত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মেলার মাধ্যমে করদাতাদের হয়রানি ও ভীতি দূর হতে চলেছে বলে তিনি জানান। এতে অনলাইনে ভ্যাট প্রদান, নতুন নিবন্ধন, ইএফডি সংক্রান্ত কার্যক্রম ও অন্যান্য বিষয়ে করদাতাদের সেবা দেয়া হবে। এ মাসের মধ্যেই আরো চারশো ইএফডি মেশিন স্থাপনের উদ্যোগে নেয়া হয়েছে। বর্তমানে এ কমিশরানেটের অধীনে ১২০টি প্রতিষ্ঠানে ইএফটি মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেয়া ভ্যাট চালানের উপর প্রতি মাসে লটারি করে ১০১জনকে পুরস্কার দেয়ার প্রথা চালু করা হয়েছে। কমিশরানেটের আওতায় এখন নিবদ্ধিত করদাতা আছে ২৬ হাজার ৭৫০। এর সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট বিভাগ ও সার্কেল কর্মকর্তারা জরিপ কাজ করছেন বলে কমিশনার উল্লেখ করেন। প্রথম দফা মেলায় ২৩৭৪টি রিটার্ন জমা, ২৮৪ নতুন নিবন্ধন ও প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। মেলার মাধ্যমে গত বছরের তুলনায় এ পর্যন্ত ৩ হাজার রিটার্ন বৃদ্ধি পেয়েছে। আর চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসে ৬৯৮.৬৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়।