চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

কাজীর দেউরী মোড় সাজোয়া যান এপিসি নিয়ে পুলিশের সতর্ক পাহারা। ছবি : সুপ্রভাত

নিজস্ব প্রতিবেদক »

বিএনপি এবং জামায়াত ইসলামীর ডাকা দিনব্যাপী হরতাল চট্টগ্রাম নগরীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

আজ রোববার ২৯ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত নগরীর কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খোঁজ পাওয়া যায়নি। তবে এসময়ে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়, মনসুরাবাদ, অলংকার মোড়ে পুলিশ বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা ও অবস্থান লক্ষ্য করা গেছে।

টাইগারপাস এলাকা থেকে তোলা- সুপ্রভাত।

সরেজমিনে দেওয়ান হাট, কদমতলী, আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, জিইসি মোড়, অলংকার, সিটি গেইট, অক্সিজেনের মোড় এলাকা ঘুরে দেখা যায়, গণপরিবহণের সংখ্যা অন্য সময়ের তুলনায় কম। হাতে গোনা দু’একটা প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা চোখে পড়েছে। রাস্তায় টেম্পো ও হিউম্যান হলার সংখ্যায় কিছুটা বেশি রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কদমতলী বাস স্টেশন ও অলংকার মোড়ে থেকে আজ কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

সিটি গেইট এলাকার অটোরিকশা চালক সবুজ বলেন, গাড়ি নিয়ে বের হলাম আতংক কাজ করছে মনে। তবুও গাড়ি বের করেছি তেমন একটা গন্ডগোল হবেনা ভেবে, কারণ মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান দেখছি। তবে এই প্রতিকূল পরিস্থিতিতে নানা প্রয়োজনে গ্রামের বাড়ির গন্তব্যে ছুটে যেতে না পারে অনেক মানুষই বাস স্টেশনে আটকা পড়েতে দেখা যায়।

অক্সিজেনের মোড়ে বাস চলাচল সীমিত রয়েছে। নতুন ব্রীজ এলাকায় দেখা যায় থেমে থেমে আসছে দক্ষিণ অঞ্চলের যাত্রীবাহী বাস।