চট্টগ্রামে করোনা ভাইরাস শনাক্তের হার ০.৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক »

মৃত্যুহীন দিন চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। শনাক্তের হার নমুনা পরীক্ষার শূন্য দশমিক ৫১ শতাংশ।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৪ জন এবং উপজেলার ২ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ২ হাজার ২৮১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৭৪ হাজার ৪ জন এবং উপজেলার ২৮ হাজার ২৭৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩২৫ জনে। যার মধ্যে নগরে ৭২৩ জন এবং উপজেলায় ৬০২ জন।

গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং বিআইটিআইডি ল্যাবে ৪৩৯ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬৮ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং শেভরণ হাসপাতাল ল্যাবে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, ২০ জনের এন্টিজেন পরীক্ষায় কারোর করোনা শনাক্ত হয়নি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৭৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩০ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষায় কারোর দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।