চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫২ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক >
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮৮ জনে। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ২৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত মঙ্গলবার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ৯ টি ল্যাবে ১ হাজার ১৩৯ নমুনায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। আক্রান্তদের মধ্যে নগরীতে ৮৮ জন এবং উপজেলায় ৩৮ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৪১ হাজার ৬১০ জন এবং উপজেলায় ১০ হাজার ৪১৩ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নগরেমারা গেছেন একজন। এ নিয়ে নগরে ৪৩৩ জন এবং উপজেলায় ১৫৫ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮৮ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৭১ নমুনার মধ্যে ৮ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭১ নমুনায় ৩৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫৪ নমুনায় ১০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১১৪ নমুনায় ১৯ জন, শেভরনে ২৮০ নমুনায় ১৫ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৬৮ নমুনায় ১৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৯ নমুনায় ৬ জন এবং আরটিআরএল ল্যাবে ৩৬ নমুনায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৬ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।