চট্টগ্রামে একদিনেই ৫১৮ আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক <
চট্টগ্রামে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতি রূপ নিচ্ছে। একদিনেই সর্বোচ্চ ৫১৮ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ২০ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের এ দিনেই (৩ এপ্রিল) চট্টগ্রামে প্রথম করোনার রোগী শনাক্ত হলেও একই দিনে এক বছরের মাথায় শনাক্তের সংখ্যা অর্ধহাজারে ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে একজন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত বৃহস্পতিবার ২৫৩৫ নমুনায় আক্রান্ত হয়েছে ৫১৮জন। এরমধ্যে নগরীতে ৪৩৬ জন এবং উপজেলায় ৮২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ৮০১ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। এরমধ্যে নগরীতে ২৮৫ জন এবং উপজেলায় ১০৪ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৮৪৬ নমুনার মধ্যে ৭৭ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪৯ নমুনায় ১০৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪৬৮ নমুনায় ৩০ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬৫ নমুনায় ১৩৫ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০৯ নমুনায় ১২৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৭ নমুনায় ১৩ জন এবং আরটিআরএল ল্যাবে ৪৩ নমুনায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা পজিটিভ পাওয়া যায়নি।