চট্টগ্রামবাসীর ভালোবাসা কখনো ভুলবার নয়

সংবর্ধনা অনুষ্ঠানে সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, চট্টগ্রামে দায়িত্ব পালন করতে এসে চট্টগ্রামবাসীর যে ভালোবাসা আমি পেয়েছি তা কখনো ভুলবার নয়। এখানে আমি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। নগরবাসীর আকুণ্ঠ সমর্থন আমি পেয়েছি।
মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আয়োজনে এবং পিটুপি ও উইকন প্রোপার্টিজের ব্যবস্থাপনায় সিএমপি কমিশনারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিএমপির দামপাড়া সদর দপ্তরের শ্যুটিং ক্লাব প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক, চসিকের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি ও শিল্পপতি এসএম আবু তৈয়ব, জিপিএই গ্রুপের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমাস শিমুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শ্যুটিং ক্লাবের উন্নয়নসহ চট্টগ্রাম নগরবাসীর নিরাপত্তায় সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের বিগত দিনের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। এই শ্যুটিং ক্লাব থেকে অলিম্পিক গেমসে সোনা জয়ী শ্যুটার তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সিএমপির বিদায়ী অতিরিক্ত কমিশনার শামসুল আলম ও সানা শামীনুর রহমান, সিএমপির বিদায়ী ডিসি আমীর জাফর, ফারুক উল হক এবং ডিসি (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মো. হানিফ, ডিসি (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) এসএম মোস্তাইন হোসাইন, ডিসি (ইন সার্ভিস) সোহেল রানা, ডিসি (বিশেষ শাখ) মঞ্জুর মোরশেদ, ডিসি (সাউথ) জসিম উদ্দীন, ডিসি (নর্থ) মোখলেছুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়ও পিটুপির ম্যানেজিং ডিরেক্টর আশ্রাফুল ইসলাম আলভী, পিটুপি’র চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপিত মাহদি ইফতেখারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পিটুপি এবং উইকন প্রোপার্টিজের পক্ষ থেকে বিদায়ী কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।