খাগড়াছড়িতে কলেজের টয়লেটে মিলল নবজাতক

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি »
খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। সদ্যভূমিষ্ঠ নবজাতককে কলেজের টয়লেটে ফেলে পালিয়েছেন মা।
গতকাল সোমবার সকালে কান্নার শব্দ শুনে নবজাতককে (কন্যাশিশু) উদ্ধার করা হয়। কলেজটির প্রভাষক রশমি চাকমা সাংবাদিকদের বলেন, কান্নার শব্দ শুনে টয়লেট থেকে নবজাতক উদ্ধার করেন কলেজের অফিস সহায়ক রেনু ধরসহ স্থানীয়রা। নবজাতককে ফেলে তার মা পালিয়ে যায়। নবজাতককে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান, নবজাতকটি বর্তমানে ভালো আছে। তারপরও হাসপাতালে ভর্তি রেখে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।
খাগড়াছড়ি প্রফেশনাল অফিসার প্রীতি বিজয় চাকমা বলেন, যেহেতু নবজাতকটির কেউ নেই, তাই অভিভাবক নির্ধারণে কিছু প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের সমাজসেবা অফিসার নাজমুল হাসান বলেন, নবজাতকটির চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।