কেন্দ্রের নির্দেশনা পেলেই সম্মেলন

মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের মধ্যে প্রথম শর্ত দলকে সুসংগঠিত করা। এর নামে বৈরীতা বা আত্মঘাতী সমালোচনা প্রতিপক্ষকে ইন্ধন দেবে। তিনি বলেন, মহানগর আওয়ামী লীগ দলকে গতিশীল রেখেছে, ভয়কে জয় করেছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ তৃণমূল স্তরের কমিটিগুলোকে পুনর্গঠিত করে মহানগর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং কেন্দ্রের নির্দেশনা থেকে মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে আমরা প্রস্তুত আছি।
তিনি গতকাল বিকেলে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ২০ ও ২১ জুন কেন্দ্রীয় আওয়ামী লীগের দু’দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, মহানগর আওয়ামী লীগ এক ও অভিন্ন সত্তা নিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ও সংর্কীণতাকে পরিহার করে প্রয়োজনে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে। কারণ তৃতীয় মেয়াদে ক্ষমতা থাকায় আওয়ামী লীগে অবাঞ্চিত সুযোগ সন্ধানীদের ভিড় বেড়ে গেছে। তাই এই প্রবণতাকে অবশ্যই রুখতে হবে। আমরা জহুর-আজিজ-মান্নান-মহিউদ্দিন-দানুর উত্তরসূরি হিসেবে তাদের আকাক্সক্ষা পূরণ করতে বদ্ধপরিকর। কোন ষড়যন্ত্রই মহানগর আওয়ামী লীগের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইছহাক, সম্পাদকম-লীর সদস্য আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক মিয়া, হাজী মো. হোসেন, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান, আবদুল আহাদ, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, শহীদুল আলম, নির্বাহী সদস্য এম এ জাফর, মো. আবুল মনসুর, গাজী শফিউল আজিম, বিজয় কিষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, ছৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আহমেদ ইলিয়াস, নেছার উদ্দিন মঞ্জু, মো. জাবেদ, হাজী বেলাল আহমেদসহ ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি