কাফনের কাপড় পরে রেল স্টেশনে কর্মসূচি

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবি

চবি সংবাদদাতা »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের আন্দোলনের কারণে কিছু সময় বিশ্ববিদ্যালয়গামী শাটল বন্ধ ছিলো।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা করোনাকালীন ব্যাচ। করোনা পরি¯ি’তি মোকাবেলার পর অটোপাশের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিশেষ সুবিধা চাচ্ছি  না। আমরা মেধার প্রমাণ দেখিয়ে চান্স পেতে চাচ্ছি। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আমাদের অধিকার। শিক্ষার্থীদের যোগাযোগ থাকবে বইয়ের সঙ্গে, রাস্তায় আন্দোলনের সঙ্গে নয়। রাবি, জাবি, গু”ছসহ সকল বিশ্ববিদ্যালয় করোনাকালীন ব্যাচের ক্ষতির কথা চিন্তা করে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিয়েছে। তাহলে চবি কেন শিক্ষার্থীদের কথা ভাববে না? তারা বলেন, দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনের দিকে যাবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, ওরা তো আমাদের শিক্ষার্থী না। আমাদের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে আন্দোলন করার অধিকার তাদের নেই। সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। কিš‘ দ্বিতীয়বার ভর্তি বাতিলের সিদ্ধান্ত  কেন্দ্রীয় ভর্তি কমিটি থেকে নেওয়া হয়েছে। আপাতত এটি বাতিলের কোন সম্ভাবনা নেই।

উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় কয়েক দফা আন্দোলন করেছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাওয়া শিক্ষার্থীরা।