কর্মের মাধ্যমে চিরঞ্জীব হয়ে থাকবেন অধ্যাপক খালেদ

প্রকাশনা উৎসবে ইঞ্জিনিয়ার মোশাররফ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন আমার রাজনৈতিক পথপ্রদর্শক। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর চট্টগ্রামে আওয়ামী লীগকে সংঘটিত করার ক্ষেত্রে তাঁর অবদান ছিলো উল্লেখ করার মতো। আমি যাতে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারি, সে বিষয়ে তিনি সহযোগিতা করেছেন। আমার মৃত্যুর আগ পর্যন্ত তাঁর স্মৃতি ধরে রাখবো।

গতকাল শনিবার ‘চেতনার বাতিঘর অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারকগ্রন্থ’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন চিত্তের পূজারী। অতিসাধারণ জীবনযাপনের মাধ্যমে দলমত নির্বিশেষে সকলের কাছে ছিলেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং অনুকরণীয় দৃষ্টান্ত। কর্মের মাধ্যমে তিনি আজীবন সবার হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে বই প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ যখন ৭০ এর নির্বাচনে প্রতাপশালী ফজলুল কাদের চৌধুরীকে পরাজিত করেন, তখন সারা পাকিস্তানের মানুষ অধ্যাপক মোহাম্মদ খালেদকে চিনেছেন। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানপ্রণেতাদের অন্যতম। সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক মোহাম্মদ খালেদকে চট্টগ্রামের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।

বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কবি-সাংবাদিক রাশেদ রউফ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান এবং অধ্যাপক মোহাম্মদ খালেদ এর ছেলে মোহাম্মদ জহির।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ তাঁর সততা, মেধা, জ্ঞান ও দক্ষতা দিয়ে সবকিছু জয় করেছেন। যেখানে গিয়েছেন, সেখানেই অনন্য ভূমিকা রেখেছেন। তিনি আমাদেরও বাতিঘর। একজন পরিপূর্ণ মানুষের যা যা গুণ থাকা প্রয়োজন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ঐসব গুণের অধিকারী ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রেস ক্লাব নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এ সময় প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরোয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী’সহ রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক, সংগঠকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।