করোনা : ১০০৩ নমুনায় ৭১ শনাক্ত

3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

নিজস্ব প্রতিবেদক »

নমুনা বাড়লেও শনাক্তের পরিমান বাড়েনি। রোববার ১০০৩ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে ৭১ জনের শরীরে। রোববার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও শেভরনে ১০০৩ নমুনার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৭১ জনের। নতুন এই শনাক্তের মাধ্যমে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা হলো ১৭ হাজার ৫১৬ জন। গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে ২৭৬ জন।

সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে  ৩৪১ নমুনার মধ্যে ৯ জন করোনা পজিটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫৭ নমুনার মধ্যে পজিটিভ পাওয়া গেছে ২৩ জনের। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৫৯ নমুনার মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১০৪ নমুনায় ৪ জনের , শেভরনে ৪৮ নমুনার মধ্যে পজিটিভ পাওয়া গেছে ৮ জনের, ইম্পেরিয়ালে ৮৫ জনের নমুনায় ৮ জনের এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের নমুনায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনা আক্রান্ত শুরু হয়েছিল গত ৩ এপ্রিল। দামপাড়ায় এক বৃদ্ধের আক্রান্তের মধ্য দিয়ে শুরু হয়েছিল চট্টগ্রামে করোনা। ঈদের পর করোনার প্রভাব বাড়ার আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত সেই বৃদ্ধির ধারা চোখে পড়েনি।