করোনায় মারা গেলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য কবির চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :

করোনায় আক্রান্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) সংসদীয় আসনের দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট কবির চৌধুরী ইনেত্মকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

মৃত্যুর পর করোনা রিপোর্ট আসে পজিটিভ বিষয়টি নিশ্চিত করেন তার বড় ছেলে কাফকোর সাবেক সিবিএ সভাপতি মোহাম্মদ আনিস। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় করোনা নুমনা সংগ্রহ করা হলে মৃত্যুর পর তা রিপোর্ট আসে পজিটিভ।

তিনি ১৯৯১ সালে আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

কবির চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী আইনজীবী অ্যাডভোকেট লোকমান শাহ্‌ বলেন, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।