করোনাকালে সামাজিক সংস্থাগুলো সেবার দৃষ্টান্ত স্থাপন করেছে

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তারা

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ এবং বৈশি^ক মহামারি করোনাকালে মৃত ব্যক্তিদের দাফন-কাফনে বিশেষ ভূমিকা রাখায় গাউসিয়া কমিটি বাংলাদেশকে সংবর্ধনা অনুষ্ঠান কর্মসূচি ৮ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদ এর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দারুল মদিনা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ নঈমুল ইসলাম।
উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন প্রিমিয়ার কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএফ শাহিন কলেজের প্রভাষক মাওলানা মোরশেদুল আলম আনোয়ারী, কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন কলেজের প্রভাষক প্রিয়তোষ ধর, মিমি সুপার মার্কেট সেভওয়ে সুপার স্টোরের সত্ত্বাধিকারী এস এম ইকবাল বাহার, হিজরি নববর্ষ উদযাপন পরিষদ এর সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ইয়েস প্রজেক্ট ঘাসফুল এর প্রজেক্টর অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ সাদ্দাম হোসেন।
প্রধান অতিথি মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের পাশে এসে দাঁড়ানো দরকার।
সংবর্ধেয় অতিথি মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, সৃষ্টির সেবার মাধ্যমেই স্রষ্টার নৈকট্য অর্জন করা যায়। করোনাকালে স্বেচ্ছাসেবার যে দৃষ্টান্ত সামাজিক ও মানবিক সংস্থাগুলো স্থাপন করেছেন সেটাই প্রকৃত দেশপ্রেম। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল হাসনাত, প্রান্ত বড়ুয়া, তারেক আরমান, মুহাম্মদ ফাহিম, নায়লা চৌধুরি, তাহমিনা আক্তার, বৃষ্টি আক্তার, ফারিয়া তাবাসসুম ইমা, মুহাম্মদ রাকিব, নাইম উদ্দিন ফারুকি, মিসবাউর রশিদ ওয়াহিদ, মোবারক হোসেন রনি, আয়মুন আরা বেগম সালমা, মাকসুদুল রহমান, মো. সাব্বির, মো. জুবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি