করোনা ভাইরাস : দ্বিতীয়বার  সংক্রমণে পরিসংখ্যানবিদের মৃত্যু

সুপ্রভাত ডেস্ক :

দ্বিতীয়বার  কোভিড আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিসংখ্যানবিদ মারা গেছেন। আজ সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বাংলাদেশ পরিসংখ্যান অ্যাসোসিয়েশনের (স্বাস্থ্য) মহাসচিব রাজী উদ্দিন ও সভাপতি ফরিদা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তারা জানান, এক মাস আগে আবদুল মতিনের করোনা শনাক্ত হয় এবং সে সময় তাকে হাসপাতালে ভর্তিও করা হয়। ১৪ দিন পর পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় তিনি হাসপাতাল থেকে চলে আসেন।

কিছু দিন পর, তার আবার করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দেয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন আবার পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। ১০ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।