কক্সবাজারে দুই সহোদরের ১০ বছর কারাদণ্ড

ইয়াবা পাচার মামলা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

ইয়াবা পাচার মামলায় কক্সবাজারে দুই সহোদরকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। একইসাথে আদেশে অর্থ দণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডও ভোগ করার কথা বলা হয়েছে।
বুধবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। কারাদণ্ড প্রাপ্তরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল আলম (২৬) ও মহিউদ্দিন (৩০)।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১ মে টেকনাফে এক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। এরপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার রায় ঘোষণা করা হয়। রায় প্রদানকালে অভিযুক্ত ২ ভাই আদালতে উপস্থিত ছিলেন। হাজতবাস করার সময় থেকে সাজা বাদ যাবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।