এবার নির্বাচন উৎসব হচ্ছে

আবারো সিজেকেএস’র কান্ডারি নাছির উদ্দীন

মেয়র আ জম নাছির উদ্দীন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

টানা চতুর্থ দফা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কান্ডারি হয়েছেন আ জ ম নাছিরউদ্দীন। আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নতুন মেয়াদের নির্বাচনে গতকাল প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে তার একমাত্র প্রতিপক্ষ এফএমসি স্পোর্টস ক্লাবের প্রতিনিধি তরুণ ক্রীড়া সংগঠক জাফির ইয়াসিন চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার কওে নেন। এতে আবারো আ জ ম নাছিরউদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জাফির ইয়াসিন চৌধুরী মনোনয়নপত্র জমার পর থেকে তা আলোচনার কেন্দ্র বিন্দু হিসেবে পরিনত হয়েছে।

এর আগে এ পদসহ তিনটি পদের জন্য মনোনয়নপত্র নিয়েও নবীনমেলার প্রতিনিধি সাবেক নগর ছাত্রলীগ নেতা মো. রাশেদুল আলম বিজ্ঞপ্তি দিয়ে সিজেকেএস নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অন্য পদে একাধিক প্রার্থী হলেও শুধু ব্যতিক্রম কোষাধ্যক্ষ পদে। এ পদে মাত্র দুইজন প্রার্থী চ’ড়ান্ত হয়েছে। তারা হলেন বর্তমান কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর ও নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদ দুলাল। ২১ জন বিভিন্ন পদের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

চ’ড়ান্তভাবে সহ-সভাপতি পদে (৪টি পদ) বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম, এহেসানুল হক চৌধুরী বাবুল, তাহেরুল অঅলম চৌধুরী স্বপন, দিদারুল আলম চৌধুরী, মকসুুদুর রহমান বুলবুল, মফিজুর রহমান, অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, শাহজাদা আলম, সৈয়দ আবুল বশর, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদকের ১টি পদে এস এম শহীদুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদকের ২টি পদে অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আমিনুল ইসলাম ও সরওয়ার আলম চৌধুরী মনি, নির্বাহী সদস্য (সাধারণ ১৩ পদ) রেকর্ড সংখ্যক ২৮ জন, সংরক্ষিত উপজেলা কোটায় (২ পদ) জাফর ইকবাল, প্রদীপ ভট্টাচার্য ও জাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কোটায় (২ পদে) রিজিয়া বেগম ছবি ও রেখা আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।