উদ্যোক্তারা অর্থনীতির প্রাণশক্তি

যুব নারী উন্নয়ন সংস্থার অনুষ্ঠানে বক্তারা

‘ব্যবসা, বাণিজ্য, ক্ষুদ্র-মাঝারি ও বৃহৎ উৎপাদনশীল কর্মকা-ে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পেলেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। সমৃদ্ধ দেশ গঠনে নারীদেরকেও উৎপাদনশীল কর্মযজ্ঞে নিয়োজিত হতে হবে।’
চট্টগ্রামের লালখান বাজারস্থ শাইনিং আওয়ার স্কুল প্রাঙ্গনে আয়োজিত উদ্যোক্তা মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রুহি মোস্তফা উপরোক্ত বক্তব্য রাখেন।
যুব নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে ১২ নভেম্বর অনুষ্ঠিত উদ্যোক্তা মিলন মেলায় সভাপতিত্ব করেন যুব নারী উন্নয়ন সংস্থার সভাপতি আঞ্জুমান আরা। স্বাগত বক্তব্য দেন নারী উদ্যোক্তা ও সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা সুলতানা পূর্ণিমা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও লেখক শামসুদ্দিন শিশির, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, শিশির গ্রুপের চেয়ারম্যান মো. শাহজাহান, ইরফাত আরা রিয়া, রোজি আক্তার, সৈয়দা শারমিন প্রমুখ।
শামসুদ্দিন শিশির বলেন, ক্ষুদ্র উদ্যোগ নিয়ে আরম্ভ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ধাপে ধাপে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যাপক প্রণোদনা সৃষ্টি প্রয়োজন।
সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা সুলতানা পূর্ণিমা বলেন, যুব নারীদের স্বাবলম্বী করার প্রয়াসে যুব নারী উন্নয়ন সংস্থার পথ চলা। যুব নারীদের বাধা বিপত্তি ডিঙ্গিয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেতে অদম্য মনোভাব অপরিহার্য।
এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার বলেন, উদ্যোক্তারা অর্থনীতির প্রাণশক্তি। তারুণ্যদীপ্ত নারীদের উদ্যোগী মনোভাব ও উৎপাদনমুখী প্রচেষ্টা বাংলাদেশের সমৃদ্ধি আনয়নে সহায়ক।
উল্লেখ্য, প্রায় অর্ধশতাধিক বিভিন্ন স্টলের মাধ্যমে যুব নারীরা উদ্যোক্তা মিলন মেলায় অংশ নেন। বিজ্ঞপ্তি