ঈদুল ফিতর বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক »

শাওয়াল মাসের চাঁদ মঙ্গলবার বাংলাদেশে দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।

মঙ্গলবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনিই চাঁদ দেখা কমিটির সভাপতি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। ফলে বুধবার ৩০ রোজা পূর্ণ হবে। শাওয়াল মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে বুধবার।

ঈদুল ফিতরে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়ে গেছে বুধবার থেকে। ঈদের ছুটির পর শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম।

এছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে সকাল ৯ টায় এম এ আজিজ স্টডিয়াম সম্মুখ মাঠে অনুষ্ঠিত হবে। এতে ঈমামতি করবেন মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।